Barabazar News: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে বিজেপির অভিযান । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
ABP Ananda LIVE: বেঘোরে চলে গেছে ১৪ জনের প্রাণ। বড়বাজারের হোটেলে এতবড় অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার পর, এবার সামনে আসছে একের পর বেনিয়মের অভিযোগ। প্রশ্ন উঠছে, তাহলে এতদিন পুরসভা কী করছিল? পুলিশ কী করছিল? দমকল কী করছিল? এদিন, জোড়াসাঁকো থানা অভিযান করে বিজেপি। বাধা দিলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের
আরও খবর...
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর রাশিয়া সফর বাতিল করলেন রাজনাথ সিংহ। নরেন্দ্র মোদির পর এবার রাশিয়া সফর বাতিল করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।
জঙ্গি হামলার পর, রাশিয়ায় বিজয় দিবসের প্যারেডে যোগ দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রতিনিধিত্ব করার কথা ছিল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এর। কিন্তু এবার তার সফরও বাতিল হল। মূলত, রাশিয়ার বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ৯ মে রেড স্কোয়ারে বার্ষিক মস্কো বিজয় দিবস কুচকাওয়াজ, একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রদর্শনী। রাশিয়ান সশস্ত্র বাহিনীর এই কুচকাওয়াজ অত্যন্ত প্রতীকী গুরুত্ব বহন করে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং ভাষণ দেন। এই অনুষ্ঠানটি রাশিয়ার সামরিক শক্তির একটি বিশিষ্ট প্রদর্শনী এবং গুরুত্বপূর্ণ বিষয়।


















