BJP News: 'পশ্চিমবাংলায় এফআইআর দায়ের হয় না', কটাক্ষ বিপ্লব দেবের
ABP Ananda LIVE: 'পশ্চিমবাংলায় এফআইআর দায়ের হয় না। 'মহিলা মুখ্যমন্ত্রী মহিলারা আক্রান্ত হচ্ছে। একের পর এক ঘটনা, সেটা ল কলেজের ছাত্রী একজন মেডিক্যাল কলেজের ছাত্রী ডাক্তার । প্রতিদিন বাংলায় মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে এমনকী FIR নেওয়ায় হচ্ছে না'। বললেন বিপ্লব দেব।
'পশ্চিমবাংলায় মহিলা থেকে সাধারণ মানুষ সুরক্ষিত নয়',মমতাকে আক্রমণ বিপ্লব দেবের
'পশ্চিমবাংলায় পরপর মহিলাদের ওপর অত্যাচার' । 'পশ্চিমবাংলায় এফআইআর দায়ের হয় না' । টিএমসিপির প্রাক্তন নেতার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্বেও কলেজে নিয়োগ' । 'কসবাকাণ্ডে কড়া শাস্তি হোক। মূল অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ। পশ্চিমবাংলায় পরপর ঘটনা, যুক্ত তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল নেতাদের পুলিশি মদত'। সাউথ ক্যালকাটা ল' কলেজে গণধর্ষণের ঘটনা, মূল অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা। পুলিশের সঙ্গে মারপিট করেছে মূল অভিযুক্ত, তাও কেন ক্যাম্পাসে থাকার অনুমতি ?'পশ্চিমবাংলায় মহিলা থেকে সাধারণ মানুষ সুরক্ষিত নয়', মন্তব্য বিজেপির ৪ সদস্যের ফ্য়াক্ট ফাইন্ডিং টিম।



















