Dreamliner:ফের বোয়িং ড্রিমলাইনারে যান্ত্রিক ত্রুটি! লন্ডন থেকে আসা উড়ানে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি
ABP Ananda Live: ফের বোয়িং ড্রিমলাইনারে যান্ত্রিক ত্রুটি! লন্ডন থেকে আসা উড়ানে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনে ফিরল বিমান। লন্ডন ফিরে গেল ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ড্রিমলাইনার। লন্ডন থেকে চেন্নাই আসছিল ওই বিমান।
কলকাতা শহরে আবার বিরাট আগুন। অনল শিখা ছড়িয়েছে বিরাট এলাকা জুড়ে। খিদিরপুর বাজারে রাত রাত ১টার কিছু পরে আগুন লাগে । ঘিঞ্জি এলাকায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। অল্প কিছু ক্ষণেই পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। স্থানীয়দের দাবি , ইতিমধ্যেই খাক হয়ে গিয়েছে প্রায় ১৩০০ টি দোকান। বাজারের মধ্যে রয়েছে তেলের গুদাম। তাতে আগুন লেগে আরও ছড়িয়ে পড়ে। সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের মোকাবিলায় এলাকায় দমকলের ২০টি ইঞ্জিন কাজ করছে। কিন্তু আগুন এখনও বাগে আসেনি। সকালেও বাজারে বিভিন্ন অংশে পকেট ফায়ার রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, খবর দেওযা সত্ত্বেও, দমকল দেরিতে এসেছে । খবর দেওয়ার ঘণ্টাদেড়েক পর দমকল এসেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল , তা দৃশ্যতই স্পষ্ট। রাতারাতি পথে বসেছেন শয়ে শয়ে ব্যব



















