Brain Tumor: ব্রেন টিউমার কি প্রাণঘাতী? সাধারণ মাথাব্যথাই কি লক্ষণ? কী চিকিৎসা? আলোচনা চিকিৎসক
ABP Ananda Live: ব্রেন টিউমার। শব্দটা শুনেই আতঙ্ক। এ যেন মৃত্যুর পরোয়ানা ! সত্যিই কী তাই ? ব্রেন টিউমার কি সারে না ? সব ব্রেন টিউমারই ক্যান্সারের দিকে এগোয় ? কোন লক্ষণে বুঝবেন ? সাধারণ মাথা ব্যথার সঙ্গে ব্রেন টিউমারের যন্ত্রণার ফারাক কোথায় ? সব নিয়ে বিস্তারিত আলোচনা এবিপি লাইভ বাংলায়। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিশিষ্ট নিউরোসার্জেন ডা. বিশ্বজিৎ সেনগুপ্ত(রুবি জেনারেল হাসপাতাল, কলকাতা)। দেখুন এবিপি লাইভ বাংলার সিরিজ 'বাঁচুন আনন্দে'
অ্যাম্বুল্যান্স তো দূরের কথা টোটোও ঢুকবে না গ্রামের এই রাস্তা দিয়ে
অ্যাম্বুল্যান্স তো দূরের কথা টোটোও ঢুকবে না গ্রামের এই রাস্তা দিয়ে। রাস্তা পেরিয়ে গ্রামে ঢুকতে গেলে ভাঙা বাঁশের ব্রিজ পেরোতে হয়। প্রায় দেড় কিলোমিটার হেঁটে উঠতে হবে পাকা রাস্তায়। যে গ্রামে এক সময় বাস করত ৩০০টি পরিবার সেখানে এখন বাস করে হাতে গোনা ৩৫টি পরিবার।



















