Cabinet Expansion: কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্প্রসারণে একাধিক মন্ত্রীর দফতর বদল, শিক্ষামন্ত্রী হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান
ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রী করা হচ্ছে। হর্ষবর্ধনের জায়গায় নতুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া। কোঅপরেশন মন্ত্রকের বাড়তি দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ (Amit Shah)। শিক্ষামন্ত্রী পদে আজই ইস্তফা দেন রমেশ পোখরিয়াল।
বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার আজ প্রতিমন্ত্রী হিসেবে মোদি মন্ত্রীসভায় শপথ নেন। তিনি বলেন, "যে দায়িত্ব আসবে সেই অনুযায়ী কাজ করব মানুষের জন্য। সারা দেশের জন্য কাজ করতে হবে। নিজের এলাকা, নিজের রাজ্যের প্রতি তো গুরুত্ব থাকবেই স্বাভাবিকভাবে।
অন্যদিকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে আজ শপথ নিলেন নিশীথ প্রামাণিক। আর শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগেই কোচবিহারের বিজেপি সাংসদের শিক্ষাহত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন জেলা তৃণমূল সভাপতি। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
বিজেপির ঘরোয়া কোন্দল এবার প্রকাশ্যে। যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর এদিন দিলীপ ঘোষকেও (Dilip Ghosh) খোঁচা দেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তিনি বলেন, "আমাদের দলের রাজ্য সভাপতি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না।" পাল্টা সুর চড়িয়েছেন দিলীপ ঘোষও। আর বিজেপির এই অভ্যন্তরীন এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল।
![Birbhum News: অনুব্রত-কাজল গোষ্ঠীর লড়াই অব্যাহত, বীরভূম নিয়ে চিন্তা বাড়ছে শীর্ষ নেতৃত্বের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/21735fb10d6f11d67571c65e2ab271481739774166907967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Canning News: জীবনতলা কার্তুজকাণ্ডে গ্রেফতার অস্ত্রের দোকানের আরও এক কর্মী। ধৃতের সংখ্যা বেড়ে ৬](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/8459fb7d59170effd0c425a0dd20dc761739773593589967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা, প্রশাসনকে বুড়ো আঙুল TMC বিধায়কের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/47875630069aecfa99ceb1ea14d858de1739772011264967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: বাগুইহাটির ঘটনায় অভিযুক্ত কাউন্সিলারের জামিন, কী বললেন আক্রান্ত প্রোমোটার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/a6550c5594235b97ad86320b6fdb8fc61739769609214967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Chok Bhanga Chota: মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/095e0d51ece68b14630ae0b3ff600c4e1726584047480967_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)