এক্সপ্লোর
রাজ্যে তৃতীয় করোনা আক্রান্ত স্কটল্যান্ড-ফেরত হাবড়ার বাসিন্দা তরুণী
রাজ্যে তৃতীয় করোনা আক্রান্তের হদিশ। এবার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দার শরীরে মিলল ভাইরাস। গতকাল রাতে তেইশ বছরের ওই তরুণীর রিপোর্ট পজিটিভ মেলে। আগের দুই করোনা আক্রান্তের মতো তৃতীয়জনও সম্প্রতি বিদেশ থেকে ফেরেন। স্কটল্যান্ড থেকে সম্প্রতি ফেরার পর ওই তরুণী অসুস্থ বোধ করেন। ভর্তি করা হয় বেলেঘাটা আইডিতে। এই নিয়ে চার দিনে রাজ্যে তিন বিদেশ ফেরত বাঙালির শরীরে মিলল ভাইরাস। বিদেশ থেকে ফেরার পর কার কার সংস্পর্শে এসেছিলেন আক্রান্ত? পরিবারের থেকে জানার চেষ্টা করছে স্বাস্থ্য দফতর।
আরও দেখুন

















