এক্সপ্লোর
Advertisement
কেমন আছেন Sourav Ganguly-র? দেখে নিন কী বললেন মহারাজকে পর্যবেক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক সপ্তর্ষি বসু
জিম করার সময় হঠাৎই ব্ল্যাকআউট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভরতি করা হল হাসপাতালে। করা হল অ্যাঞ্জিওপ্লাস্টি। মাইল্ড হার্ট অ্যার্টাক হয়েছে সৌরভের। স্টেন্ট বসানোর পর সঙ্কটমুক্ত বলে জানালেন চিকিৎসকরা। আপাতত প্রয়োজন নেই বাইপাস সার্জারির। সৌরভের হৃদপিন্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনিতে ব্লকেজ রয়েছে। একটিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে। আজ সকালেই রুটিন ইসিজি (ECG) হয়েছে সৌরভের। সেই রিপোর্ট সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সৌরভের শরীরে অক্সিজনের মাত্রা ৯৮%। মিনিটে ২ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। আরও স্টেন্ট বসানো নিয়ে আজ বা আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। একটি স্টেন্ট বসানোর পর ভালো আছেন সৌরভ। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক সপ্তর্ষি বসু জানান, এখন রেস্ট নিচ্ছেন সৌরভ। হাসপাতালে ভরতির সময় অস্বস্তিবোধ করছিলেন তিনি। গতরাতে ভালো ঘুমিয়েছেন সৌরভ। কথা বলছেন ডাক্তার-নার্সদের সঙ্গে। রক্তচাপ-পালস রেট স্বাভাবিক।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
খবর
Advertisement