এক্সপ্লোর
ধর্মতলার সঙ্গে পাতাল পথে জুড়ল শিয়ালদা, ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজ শেষ করল বোরিং মেশিন 'উর্বী'
সুড়ঙ্গ খোঁড়ার বাধা পেরিয়ে শিয়ালদহে পৌঁছল টানেল বোরিং মেশিন (টিবিএম) 'উর্বী'। আর এই মেশিন সম্পন্ন করেছে ধর্মতলা থেকে শিয়ালদহ সুড়ঙ্গ খোঁড়ার কাজ। এ বিষয়ে মেট্রো রেলের একদা চিফ ইঞ্জিনিয়ার তথা রাজনীতিবিদ তথাগত রায় বলেছেন, "দমদম থেকে গড়িয়া আর হাওড়া থেকে ফুলবাগান পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ ভিন্ন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে কাজটা বেশ জটিল। তিনি বলেছেন, সুড়ঙ্গ সম্পন্ন হওয়ার পর সমস্যা হওয়ার কথা নয়। যা ইতিমধ্যে হয়ে গিয়েছে।" তবে কলকাতার মতো নরম মাটির শহরে এই কাজ ঐতিহাসিক দাবি তথাগত রায়ের।
আরও দেখুন

















