Delhi News:রক্তাক্ত হল দেশের রাজধানী! কেন এই ঘটনা এড়ানো গেল না,ফের প্রশ্নের মুখে গোয়েন্দাদের ভূমিকা
ABP Ananda Live: প্রশ্নের মুখে গোয়েন্দা ব্য়র্থতা। যে দিন সকালে হরিয়ানায় প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হল, সেদিন সন্ধেতেই রক্তাক্ত হল দেশের রাজধানী! কেন এই ঘটনা এড়ানো গেল না, তা নিয়ে ফের প্রশ্নের মুখে গোয়েন্দাদের ভূমিকা। দেশের রাজধানী। নিরাপত্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ। যার মাথায় খোদ অমিত শাহ। দিল্লি পুলিশ থেকে, সেন্ট্রাল আইবি, NIA, দেশের অভ্য়ন্তরীণ নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এজেন্সিরা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ। তারপরও কেন ঠেকানো গেল না সোমবারের ঘটনা? হরিয়ানার ফরিদাবাদে সন্ত্রাসবাদীদের সেলের পর্দাফাঁস হল! জঙ্গি যোগে দুই চিকিৎসক গ্রেফতারও হল! তারপরও তাদেরই আরেক সঙ্গী সহজেই বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে দিল্লিতে পৌঁছে গেল কীকরে? প্রশ্নের মুখে গোয়েন্দারা।
'কোনও গর্ত হয়নি, অপরিণত ছিল বোমাটি, আত্মঘাতী হামলার ধরন নয়', প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা : ANI সূত্র
দ্রুত গতিতে চলছে দিল্লি বিস্ফোরণের তদন্ত-প্রক্রিয়া। প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে, প্রথাগত আত্মঘাতী বিস্ফোরণ ছিল না এটা। আতঙ্কের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। বিস্ফোরণের পর জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার সন্দেহে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা এজেন্সি। ফরিদাবাদ, সাহারানপুর, পুলওয়ামা এবং বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ক্রমাগত চাপের মুখে এই কাজ করে থাকতে পারে সন্দেহভাজন। এমনই মনে করছেন তদন্তকারীরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রের এমনই খবর।



















