Derek O'Brien Suspended : 'মুড়ি-মুড়কির মতো সাসপেনশন, হ্যাটট্রিক হল ডেরেকের' আক্রমণে দোলা। ABP Ananda Live
নতুন সংসদ ভবন উদ্বোধনের ৬ মাসের মধ্যেই বেআব্রু সংসদের নিরাপত্তা। বিরোধীদের তুমুল হই-হট্টগোলে দফায় দফায় মুলতুবি দুই কক্ষের অধিবেশন। রাজ্যসভায় হট্টগোলের জেরে সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। সংসদের চলতি শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে রাজ্যসভায় ঢুকতে পারবেন না ডেরেক। সংসদের নিরাপত্তায় গলদের অভিযোগ তুলে অমিত শা-র বিবৃতি দাবি করেন বিরোধী সাংসদরা। প্রতিবাদে সামিল হন ডেরেক ও'ব্রায়েনও। বারবার আসনে গিয়ে বসতে বলার পরেও, না শোনায় তৃণমূল সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। যা নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদরা। দোলা সেন বলেন, 'সাসপেনশন তো মুড়ি-মুড়কির মতো হয়ে গিয়েছে, আমার মতোই ডেরেকও সাসপেন্ড হওয়ার হ্যাটট্রিক হল'।
![Suvendu Adhikari: 'মুসলিম লিগকেও হার মানাবে', সাসপেন্ড হতেই তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/018e9fd186bc341af5bddeb3f604d4761739780112334967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede : নয়াদিল্লির ঘটনায় রেল এবং পুলিশি ব্যর্থতাকে দায়ী করছেন কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b9f3a4247147cd056f6d4e824b2ded781739779910520535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum Decoity: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠের অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/395b3a722b558dda23dbee4bac1e57911739779203508535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক ! বিধিনিষেধ ভাঙলেন শাসকদলের বিধায়ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/316423595a8b8772e5d59eca924ab0e71739777385971535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms recovery : কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। জালে BBD বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/66b05d82aba11302a785700d41a9e1761739776807207535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)