District News: জলমগ্ন বাজার, উড়ল হোটেলের ছাদ, ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড দিঘা-মন্দারমণি
লণ্ডভণ্ড সৈকত শহর। প্রকৃতির রুদ্ররূপে তছনছ উদয়পুর, দিঘার সমুদ্র সৈকত। ভাসল মন্দারমণি। উড়ল হোটেলের ছাদ। আশ্রয়হীন বহু মানুষ। সমুদ্রের জলে জলমগ্ন দিঘা উপকূলের বাজার।
ইয়াসের প্রভাবে কার্যত নিশ্চিহ্ন চাঁদিপুরের একটি গ্রাম। জলমগ্ন ত্রাণশিবির। দুর্গতরা আশ্রয় নিয়েছেন বাঁধের উপর। পূর্ব মেদিনীপুরের তালগাছাড়িতে উদ্ধারকাজে নামে সেনা।
হলদি নদীর জলে ভাসল হলদিয়া। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে একাধিক গ্রামে ঢুকে পড়ে সমুদ্রের জল। জলমগ্ন নন্দীগ্রাম ও নয়াচরের বিস্তীর্ণ এলাকা। উদ্ধারকার্যে স্থানীয় প্রশাসন ও এনডিআরএফ (NDRF)। পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক।
উত্তর ২৪ পরগনায় চরম অসহয়তার ছবি। সন্দেশখালি, ধামাখালি বিভিন্ন গ্রামে আটকে পড়েছেন বহু মানুষ।


















