District News : বর্ধমানে বোমায় শিশুমৃত্যুতে রিপোর্ট তলব কমিশনের, ৩০ তারিখ নন্দীগ্রামে শুভেন্দুর প্রচারে মিঠুন
পূর্ব বর্ধমানে রসিকপুরে বোমার আঘাতে মৃত্যু এক শিশুর, গুরুতর আহত আরও এক শিশু। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। ঘটনায় মুখ্যসচিব ও জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। নবান্ন সূত্রে খবর, ডিজির কাছে পৌঁছানো রিপোর্ট অনুযায়ী রাস্তার হাড়ে হাঁড়ির মধ্যে রাখা ছিল বোমা। তৃণমূল কংগ্রেসের বিরুধে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সরব হয়েছেন বিদ্বজ্জনেরা। পানাগড় ও গলসিতে বিজেপি প্রার্থী তপন বাগদির বিরুদ্ধে পোষ্টার, তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি প্রার্থীর। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলের। ৩০শে মার্চ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) রোড শোয়ে থাকবেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। একইদিনে নন্দীগ্রামে রোড শো অমিত শাহের (Amit Shah)। বুধবার কাঁথিতে মোদির সভায় যোগ দেওয়ার সম্ভাবনা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikari)। বিজেপি প্রার্থীর নামে প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের কটূক্তির স্বীকার শিশির অধিকারী। হলদিয়ায় প্রচারে স্মৃতি ইরানির (Smriti Irani) বাইক মিছিল, নিয়মভঙ্গের অভিযোগে কমিশনে নালিশ তৃণমূলের।