Earthquake: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৩৬৫ জন | ABP Ananda LIVE
1. কোথাও সব হারানোর হাহাকার, কোথাও প্রিয়জনকে খুঁজে বেড়ানোর চেষ্টা। গত ২৪ ঘণ্টায় তুরস্ক (Turkey) ও সিরিয়ার (Syria) ছবিটা এমনই। ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) বিধ্বস্ত দুই প্রতিবেশী দেশ। ৪ হাজার ৩৬৫ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি। গতকাল ভোরে প্রথমবার কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া।
2. আদানি (Adami Issue) ইস্যুতে আজ সংসদে কাটতে চলেছে অচলাবস্থা । সূত্রের খবর, রাষ্ট্রপতির (President) অভিভাষণের ওপরে আলোচনায় সম্মত হওয়ার ইঙ্গিত দিয়েছে বিরোধীরা । আলোচনার সময় আদানি প্রসঙ্গ তুলে ধরার কৌশল নিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি
3.বিধানসভা ভোটের প্রচারে সোমবার থেকে ত্রিপুরায় আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও গতকাল জোড়া নির্বাচনী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একটাও শব্দ খরচ করলেন না অমিত শাহ। আক্রমণ করলেন শুধুই বাম এবং কংগ্রেসকে! যা নিয়ে ফের আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম। প্রত্য়াশিতভাবেই তৃণমূল-বিজেপি কেউই এই অভিযোগ মানতে নারাজ। এদিকে আজ আগরতলায় রোড শো আর জনসভা।
4.পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বেলাগাম স্বপন মজুমদার (Swapan Majumdar) । ভোট চাইতে আসা তৃণমূল নেতাদের (TMC Leader) জুতো মারার বিধান দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক (BJP MLA) । গতকাল গাইঘাটায় বিজেপির (BJP) একটি অনুষ্ঠানে স্বপন মজুমদার এই মন্তব্য করেন ।