এক ঝলকে: সারাদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া যাবতীয় খবরের ঝলক
কোচবিহারের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীকে দলে আহ্বান বিজেপির। স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক বলে প্রশংসা। দিবাস্বপ্ন কটাক্ষ তৃণমূলের। মেলেনি মিহির গোস্বামীর প্রতিক্রিয়া।
কাজের হিসাব চাইছে বেসরকারি সংস্থা, পিকের আইপ্যাকের বিরুদ্ধে সরব শুভেন্দু ঘনিষ্ঠ জলপাইগুড়ির তৃণমূল নেতা। ব্যক্তিগত প্রতিক্রিয়া মতামত তৃণমূলের।
দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আব্দুল মান্নান। নির্বিঘ্নে ভোট নিয়ে আশঙ্কাপ্রকাশ, দাবি রাজ্যপালের।
কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ২৬ নভেম্বর দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার সকালে হাওড়ার বালিতে বামেদের মহা-মিছিল। খড়গপুরে বাইক মিছিল।
জেলা জুড়ে রক্তের আকাল দেখা দেওয়ার বিপাকে হাওড়ার বাসিন্দারা। করোনা আবহে রক্তদান শিবির কমে যাওয়াতেই সংকট, দাবি প্রশাসনের।
মেদিনীপুর শহরের মানিকপুরের প্রসিদ্ধ কালী মন্দিরে তালা ভেঙে খোয়া গেল লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না।
একুশে ভোটকে মাথায় রেখে বনগাঁ দক্ষিণ বিধানসভা এলাকায় দেওয়াল লিখন শুরু করল বিজেপি।
মোট ১৭১ টি জগদ্ধাত্রী পুজো হচ্ছে চন্দননগরে, মেনে চলা হচ্ছে করোনা বিধি।