ফটাফট: মহিলা-শিশুদের জন্য Metro Rail যাত্রা মসৃণ, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাগবে না E-Pass, সঙ্গে অন্য খবর
ছট নিয়ে আদালতের রায়ের পরই তৎপরতা। কাল দুপুর পর্যন্ত বন্ধ রবীন্দ্র ও সুভাষ সরোবর। বসেছে ব্যারিকেড, মোতায়েন অতিরিক্ত পুলিশ। এখনও একটি দলের প্রাথমিক সদস্য, মন্ত্রীসভা থেকে মুখ্যমন্ত্রী তাড়াননি, ছেড়েও যাইনি, নীতি আদর্শ ছেড়ে কাজ করার লোক নই, Ramnagar-র সভা থেকে বার্তা Suvendu Adhikari-র। TMC-র সঙ্গে শুভেন্দুর বৈঠকের রিপোর্ট মুখ্যমন্ত্রীকে, ফের আগামী সপ্তাহে বৈঠক, জানালেন Sougata Roy। তৃণমূলে ভাঙন আসন্ন, কটাক্ষ Kailash Vijayvairgya-র। হয়তো কিছুটা সময় দিচ্ছেন, দাবি Adhir Ranjan Chowdhury-র। Suvendu Adhikari-কে সরাসরি দলে যোগদানের আহ্বান জানালেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী Agnimitra Paul। দুর্গাপুরের কর্মসূচি থেকে আহ্বান। BJP-তে কি নেতা কম পড়েছে? পাল্টা TMC। মালদার সুজাপুরে প্লাস্টিকের কারখানায় তীব্র বিস্ফোরণ। মৃত্যু হয়েছে কারখানার এক মালিকসহ ৬ জনের। মৃত্যু হয়েছে এক নাবালকেরও। বোমার স্তুপে বাংলা। NIA তদন্তের দাবি Dilip Ghosh-র, রাজ্যের তদন্তই যথেষ্ট, পাল্টা Chandrima Bhattacharya। আহতদের দেখতে ঘটনাস্থলে Firhad Hakim। মৃত-আহতদের পরিবারকে Financial Assistance রাজ্যের। মহিলা-শিশুদের জন্য Metro Rail যাত্রা আরও মসৃণ। আজ থেকে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাগবে না E-Pass। Smart Card নিয়েই করা যাবে যাতায়াত, শিশুদের লাগবে পরিচয়পত্র।