G20 Summit: জি ২০ সম্মেলন ঘিরে সেজে উঠেছে দিল্লি, ঢেলে সাজানো হয়েছে প্রগতি ময়দান। ABP Ananda Live
৯ ও ১০ সেপ্টেম্বর জি ২০ সম্মেলন ঘিরে সেজে উঠেছে দিল্লি। ঢেলে সাজানো হয়েছে প্রগতি ময়দান। রাজধানী জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তাবাহিনীর টহলদারি চলছে যমুনা নদীতে। রাস্তায় যানবাহন থামিয়ে চলছে তল্লাশি। ইতিমধ্যেই দিল্লিতে এসে পৌঁছেছেন সস্ত্রীক ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক । এসে পৌঁছেছেন ইতালির রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ দিনে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে ১৫ টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি
আজ মার্কিন যুক্তরাষ্ট্র, মরিশাস, বাংলাদেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল ব্রিটেন, জাপান, জার্মানি, ইতালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। ১০ই সেপ্টেম্বর, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁর সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন নরেন্দ্র মোদি