Ghatal News:ঘাটালে জল-যন্ত্রণা, কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে ফেসবুক পোস্ট দেব-র, কটাক্ষ হিরণের
ABP Ananda LIVE: বর্ষার শুরুতেই ঘাটালে জল-যন্ত্রণা। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে ফেসবুক পোস্টের পর বিজেপির নিশানায় ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তথ্য পেশ করে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দাবি, কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি এই অভিযোগ অসত্য। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
ফের উত্তাল বিধানসভা, বিজেপির ৪ বিধায়ককে টেনেহিঁচড়ে বিধানসভা থেকে বার করলেন মার্শালরা
ফের উত্তাল বিধানসভা, সাসপেন্ড ৪ বিজেপি বিধায়ক। সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওঁরাও, দীপক বর্মন। বিধানসভার গোটা সেশনের জন্য সাসপেন্ড ৪ বিজেপি বিধায়ক। শিলিগুড়ি, আসানসোল দক্ষিণ, কুমারগ্রাম ও ফালাকাটার বিধায়ককে সাসপেন্ড। বিজেপির ৪ বিধায়ককে টেনেহিঁচড়ে বিধানসভা থেকে বার করলেন মার্শালরা। ওয়াকআউট না করে বিধানসভার ভিতরে বিক্ষোভ বিজেপির। একটি বিল নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপির বিধায়করা। মন্ত্রীর জবাব না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ায় তাদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ।

















