Ideas Of India 2025: আইডিয়াজ় অফ ইন্ডিয়া সামিট ২০২৫
ABP Ananda Live: আইডিয়াজ় অফ ইন্ডিয়া সামিট ২০২৫। ২১ ও ২২ ফেব্রুয়ারি
'তবলার চক্রব্যূহ করা হত,' হামাগুড়ি দিতে দিতে 'তালে' হাতেখড়ি বিক্রম ঘোষের
তবলা বাদক হিসেবে তাঁর খ্যাতি সর্বত্র। দেশের গণ্ডি পেরিয়ে পরিচিতি ছড়িয়েছে বিশ্বের দরবারে। তবে এই সাফল্য তো একদিনে আসেনি। শুরুও হয়নি হঠাৎ করে। কীভাবে পরিচয় হল তবলার সঙ্গে? আইডিয়াজ় অব ইন্ডিয়ার (Ideas of India 2025) মঞ্চে সেই কথা জানালেন তবলা বাদক, ফিল্ম কম্পোজ়ার ও ফিউশন আর্টিস্ট বিক্রম ঘোষ। আইডিয়াজ় অব ইন্ডিয়ার (Ideas of India 2025) মঞ্চে বিক্রম ঘোষ বলেন, "আমার বাবা ছিলেন প্রথম প্রজন্ম, যিনি তবলা বাদক ছিলেন। ওঁর মনে হয়েছিল আর যাই হোক সন্তানকে তবলা বাজাতে হবে। আমি যখন হামাগুড়ি দিই তখন, তবলার চক্রবূহ্য তৈরি করে দেওয়া হয়েছিল। অর্থাৎ আমি যখনই বেরোনোর চেষ্টা করব, তখনই কোনও কোনও তবলায় হাত লাগবেই।

















