Bank Strike: সোমবার থেকে ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
বাজেট পেশ করার সময় তাঁর ভাষণে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman )। এর প্রতিবাদে সোমবার থেকে দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে ব্যাঙ্কিং ক্ষেত্রের ৯টি ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (United Forum of Bank Unions)। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের (Privatization) সিদ্ধান্তের বিরোধিতা করে এদিন কর্মস্থলের সামনে বিক্ষোভ দেখান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বহু কর্মী। পাশাপাশি বেসরকারিকরণের পাশাপাশি কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক সংযুক্তিকরণের মাধ্যমে শাখা কমিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারী ব্যাঙ্ক কর্মীরা। কলকাতায় ব্যাঙ্ক বেসরকারিকরণ বিরোধী ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কৃষক আন্দোলন সংগঠন এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী।
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : ট্রেনের ঘোষণায় গাফিলতির জেরে দুর্ঘটনা ! নয়াদিল্লির ঘটনায় প্রশ্নের মুখে রেলব্যবস্থা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/713e219af39d14015905f0dce93c70cb1739697741503535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : অতিরিক্ত ভিড়ের জেরে দুর্ঘটনা ? নয়াদিল্লি স্টেশনের ঘটনায় কী জানালেন পুলিশ আধিকারিক ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/46f31e5bba0a6bd362af44626d06909c1739696340943535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)