Corona Vaccination: করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানালেন চিকিৎসক ও বিজ্ঞানীদের
করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী। সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির AIIMS-এ টিকা নেন তিনি। টিকা নেওয়ার ছবি ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, এইমস-এ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম। এত কম সময়ের মধ্যে বিশ্বজুড়ে কোভিড-১৯ এর বিরুদ্ধে যেভাবে চিকিত্সক ও বিজ্ঞানীরা লড়াই করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। যাঁরা টিকা নেওয়ার যোগ্য তাঁদের সবাইকে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি। সবাই মিলে ভারতকে কোভিড- মুক্ত করে তুলব। আজ AIIMS-এ প্রধানমন্ত্রীকে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন দেন পুদুচেরির নার্স পি নিভেদা। প্রধানমন্ত্রী টিকা নেওয়ার পরেই তাঁর প্রশংসা করে ট্যুইট করেন দীনেশ ত্রিবেদী। তৃণমূলের পদত্যাগী সাংসদ লেখেন, একজন প্রকৃত নেতা, যিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এটাই আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস।



















