Lakhimpur: লখিমপুরে তৃণমূলের প্রতিনিধি দল, 'নীরব কেন প্রধানমন্ত্রী'? আক্রমণ ঘাসফুল শিবিরের | Bangla News
উত্তপ্ত লখিমপুর। প্রকাশ্য়ে কৃষকদের গাড়িতে পিষে যাওয়ার ভাইরাল ফুটেজ। বিজেপি শাসিত রাজ্যে তৃণমূলের পাঁচ সাংসদের প্রতিনিধি দল। গ্রামে গ্রামে ঘুরে মৃতদের পরিবারের সঙ্গে কথাও বললেন কাকলী ঘোষদস্তিদার, সুস্মিতা দেবরা।
প্রধানমন্ত্রী লখনউতে এসেও কেন লখিমপুরে গেলেন না? প্রশ্ন তৃণমূলের (TMC)। বাংলায় বারবার বিজেপিকে আটকানো হয়। উত্তরপ্রদেশ পুলিশ ঠিক কাজ করেছে। পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
উত্তরপ্রদেশের লখিমপুরে প্রিয়ঙ্কা গাঁধীকে ঢুকতেই দিল না যোগী সরকারের পুলিশ। প্রায় ৩৫ ঘণ্টা আটক করে রাখার পর মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদককে গ্রেফতার দেখাল উত্তরপ্রদেশ পুলিশ। প্রিয়ঙ্কার উপর ড্রোনে নজরদারির অভিযোগও উঠেছে।
উত্তরপ্রদেশের লখিমপুর নিয়ে সুর চড়াচ্ছে কংগ্রেস। আজকের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে গ্রেফতার না করলে, প্রিয়ঙ্কা গাঁধীকে মুক্তি না দিলে পঞ্জাব কংগ্রেস লখিমপুরের উদ্দেশে মার্চ শুরু করবে, হুঁশিয়ারি নভজ্যোৎ সিংহ সিধুর।
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : ট্রেনের ঘোষণায় গাফিলতির জেরে দুর্ঘটনা ! নয়াদিল্লির ঘটনায় প্রশ্নের মুখে রেলব্যবস্থা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/713e219af39d14015905f0dce93c70cb1739697741503535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : অতিরিক্ত ভিড়ের জেরে দুর্ঘটনা ? নয়াদিল্লি স্টেশনের ঘটনায় কী জানালেন পুলিশ আধিকারিক ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/46f31e5bba0a6bd362af44626d06909c1739696340943535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)