Rathyatra 2021: করোনাবিধি মেনে এবারও ভক্তশূন্য পুরীর রথযাত্রা, শহরজুড়ে জারি ১৪৪ ধারা
আজ রথযাত্রা (Rathyatra)। গত বছরের মতো এবারেও ভক্তশূন্য থাকছে পুরী (Puri)। গতবছরের বিধি মেনেই এবারের রথযাত্রা পালন পুরীতে। রথযাত্রায় অংশ নেবেন ৩ হাজার সেবায়েত, থাকছেন ১ হাজার কর্মী। নিরাপত্তার কথা মাথায় রেখে, পুরী শহরজুড়ে ১৪৪ ধারা জারি হয়েছে। শহরের বাইরের কেউ যাতে শহরে ঢুকতে না পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয় এই তিন দেবদেবীর তিনটি রথ। জগন্নাথদেবের রথের নাম ‘নন্দীঘোষ’। বলভদ্রের রথের নাম ‘তালধ্বজ’ এবং সুভদ্রার রথের নাম ‘দর্পদলন’। যে রাস্তা ধরে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথ যাবে, সেই রাস্তা সংলগ্ন ছোট ছোট রাস্তাগুলিও আটকে দেওয়া হয়েছে। আজ যারা রথ টানবেন, তাঁদের উপরেও আরোপ হয়েছে একাধিক বিধি। ইতিমধ্যেই মন্দিরের ভিতরের আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। রথ হল সচল, গতিময় জীবনের প্রতীক। সেই সুউচ্চ রথে প্রভু স্বয়ং খর্বাকৃতি। তিনি বামনরূপ ধারণ করে বিরাজিত হন যাতে সহজেই মানুষ তাঁকে টেনে নিয়ে যেতে পারেন। মন্দির থেকে দেবতা নিজে নেমে আসেন ভক্তদের দর্শন দিতে। আজও সেই দিন, তবে করোনা আবহে পালন হচ্ছে বিভিন্ন বিধিনিষেধ মেনে।