Tamil Nadu Chopper Crash: আজ দুপুর ২টোয় জেনারেল রাওয়াতের শেষযাত্রা, ব্রার স্কোয়ারে ব্রিগেডিয়ার লিড্ডারকে শ্রদ্ধাজ্ঞাপন | Bangla News
দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে জেনারেল বিপিন রাওয়াত (Gen Bipin Rawat)-কে শ্রদ্ধা জানাচ্ছেন অজিত ডোভাল। তিন সেনাবাহিনীর প্রধানও শ্রদ্ধাজ্ঞাপন করেন। আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে সকাল ১১টা থেকে রাওয়াতের মরদেহ শায়িত থাকবে তাঁর বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে। সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর দুপুর ২টো পর্যন্ত শ্রদ্ধা জানাবেন সেনাকর্মী ও আধিকারিকরা। দুপুর ২টোয় সেখান থেকে শুরু হবে জেনারেল রাওয়াতের শেষযাত্রা। বিকেল ৪টেয় দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। এই কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ব্রিগেডিয়ার লখবিন্দর সিংহ লিড্ডারেরও ( LS Lidder)। তাঁকে শ্রদ্ধা জানাতে ব্রার স্কোয়ারে উপস্থিত অজিত ডোভাল।