The Telegraph:ব্য়তিক্রমী ছাত্রছাত্রী-শিক্ষকদের সম্মান জানাল দ্য় টেলিগ্রাফ এডুকেশেন ফাউন্ডেশন ট্রাস্ট
ABP Ananda Live: সমাজের থেকে ভাল স্কুল হয় না। প্রতিদিন সেখান থেকে শিক্ষা নিয়েই, ক্রমাগত লড়াই করছে মানুষ। তবে নজর কাড়েন তাঁরাই, যাঁরা ব্য়তিক্রমী। সেই ব্য়তিক্রমীদেরই এবার সম্মান জানাল দ্য় টেলিগ্রাফ এডুকেশেন ফাউন্ডেশন ট্রাস্ট। উত্তরের প্রায় ৭০ টি স্কুল, তাঁদের ব্য়তিক্রমী ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের সম্মান জানানো হল এই অনুষ্ঠান। এর মধ্য়েই রয়েছে কোচবিহারের এপিক পাবলিক স্কুল। একটা স্কুল পরিচালনার পাশাপাশি তারা কাঁধে তুলে নিয়েছেন একটা গোটা গ্রামের দায়িত্ব। ব্য়তিক্রমীদের তালিকায় রয়েছে, 'এসো হাত ধরি' নামে জলপাইগুড়ির লাটাগুড়ির এক সংস্থা। কোভিডের অভিশাপে সকুল জীবন থকে ছিটকে যাওয়া কিছু ছেলে মেয়েদের ফের পড়ালেখার স্বপ্ন দেখিয়েছিলেন তাঁরা। খাবার এবং পড়াশোনার ব্য়বস্থা করে ফিরিয়ে এনেছিলেন মূল স্ত্রোতে। সেই থেকেই চলছে তাঁদের এই মিশন। এদিন সেই সংস্থাকেও সম্মান জানানো হয়।