Infocom 2024: সাফল্যের সঙ্গে হয়ে গেল ‘ইনফোকম' ২০২৪। অংশ নিলেন দেশ-বিদেশের অতিথি থেকে বিশেষজ্ঞরা।
ABP Ananda LIVE :মহানগরের বুকে সাফল্যের সঙ্গে হয়ে গেল ‘ইনফোকম ২০২৪’। অংশ নিলেন দেশ-বিদেশের অতিথি থেকে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। সাফল্যের চাবিকাঠি খুঁজে পাওয়ার রশদ জোগাল এবিপি গোষ্ঠী আয়োজিত ৩ দিনের এই তথ্য-প্রযুক্তি সম্মেলন।
বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ চরমে, এবার কলকাতা দখলের ডাক। '৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত তো দূরের কথা আমেরিকারও আমাদের সামনে টিকবে না', ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের।
ইউনূসের বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ, এবার হুমকি ওপারের অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের। ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত কর্তাদের একাংশ। হিন্দুদের ওপর হামলার মধ্যেই ভারতের বিরোধিতায় ঢাকায় মিছিল। ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান। এ কোন বাংলাদেশ? ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা?