এক্সপ্লোর
ফিরে দেখা ২০২০: পুতিনের শক্তিবৃদ্ধি, কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল হয়েছিল আমেরিকা
চরম রকম হাসিয়া, পুতিনের সাথে রাশিয়া। ২০৩৬ অবধি রাশিয়া পুতিনের হাতে। আমেরিকার রাষ্ট্রপ্রধানকে যে বছর চেয়ার ছাড়তে হল সেই একই বছর নিজেকে চেয়ারের সঙ্গে সেঁটে রাখতে যাবতীয় প্রস্তুতি সেরে রাখলেন রুশ প্রধান। ২০২৪-এর মেয়াদ ফুরানোর পর আরও দু দফায় ১২ বছর ক্ষমতায় টিকে থাকতে প্রয়োজনীয় আইন সংশোধন করে নিয়েছেন পুতিন। কালচে একটা গাড়ি। মার্কিন পুলিশের। পিছোনেই রাস্তায় হাঁটু মুড়ে থাকা শ্বেতাঙ্গ উর্দিধারী। মুখে তাচ্ছিল্য। বাঁ হাত পকেটে। বাঁ হাটুর নীচে বাতাস চেয়ে গুঙাচ্ছে অসহায় একটা মুখ। জর্জ ফ্লয়েড। কৃষ্ণাঙ্গ জর্জের মৃত্যু আগুন জ্বলেছিল গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে।
আরও দেখুন

















