করোনা: সারা বিশ্বে আক্রান্ত প্রায় দেড় কোটি, মৃত্যু ৬ লক্ষেরও বেশি মানুষের
বিশ্বে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লক্ষ ১৫ হাজার ৩৬৪ জনের। আক্রান্ত ১ কোটি ৪৮ লক্ষ ৯৩ হাজার ৭০৬। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৮৪ লক্ষ ২৯ হাজার ৫১৮ জন। সংক্রমিত ও মৃতের সংখ্যা আমেরিকাতেই সবচেয়ে বেশি। আমেরিকায় করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৯৬৯ জনের। আক্রান্ত ৩৮ লক্ষ ৯৭ হাজার ৪২৯। এরপরই রয়েছে ব্রাজিল। ওই দেশে ৮১ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত ২১ লক্ষ ৫৯ হাজার ৬৫৪। ব্রিটেনে মৃত ৪৫ হাজার ৫০৭ জন। আক্রান্ত ২ লক্ষ ৯৭ হাজার ৩৮৯ জন। মেক্সিকোয় মৃত্যু হয়েছে ৪০ হাজার ৪০০ জনের। ওই দেশে আক্রান্ত ৩ লক্ষ ৫৬ হাজার ২৫৫। ইতালিতে মৃত ৩৫ হাজার ৭৩ জন। সংক্রমিত ২ লক্ষ ৪৪ হাজার ৭৫২। ফ্রান্সে মৃতের সংখ্যা ৩০ হাজার ১৬৮ জন। আক্রান্ত ২ লক্ষ ১৪ হাজার ৬০৭। স্পেনে মৃত ২৮ হাজার ৪২৪। সংক্রমিত ২ লক্ষ ৬৬ হাজার ১৯৪ জন। রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৬১ জনের। আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৮২ হাজার ৪০।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)