ISF Rally: কাশ্মীরে বর্বরোচিত জঙ্গি হানা । শিয়ালদা থেকে পার্ক সার্কাস পর্যন্ত ISF-এর মিছিল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কাশ্মীরে নিরীহ হিন্দু পর্যটকদের উপর বর্বরোচিত জঙ্গি হানা, প্রতিবাদে শিয়ালদা থেকে পার্ক সার্কাস পর্যন্ত আইএসএফের মিছিল।
আরও খবর...
পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক জওয়ান। পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত পেরোতেই আটক হলেন তিনি। ওই জওয়ানকে ফেরাতে উদ্যোগী হয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করছে ভারত। জানা যাচ্ছে, ভুল করে সীমান্ত পেরিয়েছিলেন ওই জওয়ান। তিনি পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা বলে জানা যাচ্ছে। (India-Pakistan Relations)
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে পরিস্থিতি যখন তপ্ত, সেই সময়ই পঞ্জাবের ফিরোজপুর জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, সেখানে ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন ছিলেন ওই BSF জওয়ান। বৃহস্পতিবার ভুল করে তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। এই মুহূর্তে পাক রেঞ্জার্সের হাতে আটক তিনি। (Pahalgam Terror Attack)
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবারই সীমান্ত পেরিয়ে ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন ওই BSF জওয়ান। রাতেই BSF এবং পাক রেঞ্জার্সের মধ্যে একদফা ফ্ল্যাগ মিটিং হয়। জওয়ানকে ফিরিয়ে দিতে হবে বলে ভারতের তরফে দাবি তোলা হয়েছে। কিন্তু পাকিস্তান ওই BSF জওয়ানকে ফেরাতে রাজি হয়নি। আজ ফের দুই পক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং রয়েছে। (India Pakistan Border)


















