Jammu Kashmir Assembly: ৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভায় তুলকালাম
ABP Ananda Live: ৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভায় তুলকালাম। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শাসক বিধায়কদের সঙ্গে বিরোধীদের হাতাহাতি। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় মার্শালদের। ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভায় হাঙ্গামা। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে তুমুল হাঙ্গামা, ধস্তাধস্তি। দু'পক্ষে তরজা, উত্তপ্ত বিধানসভার অভ্যন্তর। ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব নিয়ে ফের উত্তাল হল জম্মু-কাশ্মীর বিধানসভা। এদিন শাসক ও বিরোধী বিধায়করা রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন। এদিন বিজেপি বিধায়ক সুনীল শর্মার বক্তৃতার সময়, বিধায়ক শেখ খুরশিদরা ৩৭০ ধারা পুনর্বহালের দাবি জানায়। স্পিকার ১৫ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন। যদিও এরপরেই বিক্ষোভ, হাঙ্গামায় পরিণত হয়। এদিকে বুধবার বিরোধী দল নেতা সুনীল কুমার শর্মা ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাবকে 'বেআইনি' বলে আখ্যা দেন। আজ অধিবেশন শুরু হওয়ার পরেই পাল্টা শেখ খুরশিদ একটি ব্যানার নিয়ে হাউজের ওয়েলে এসে তুলে ধরেন। যেখানে লেখা , আমরা ৩৭০ ধারা পুনরুদ্ধারের দাবি জানাই।' যদিও ছেড়ে কথা বলেননি বিজেপি বিধায়করা। খুরশিদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নেওয়া চেষ্টা করলে, শুরু হয়ে যায় হাতাহাতি।