IND Vs Pakistan: পাকিস্তানকে যে কোনও মুহূর্তে প্রত্যাঘাত? যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে?
ABP Ananda Live: পাকিস্তানকে যে কোনও মুহূর্তে প্রত্যাঘাত? যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে? সাধারণ নাগরিকদের নিয়ে ৭ মে মক ড্রিলের জন্য রাজ্যকে নির্দেশ কেন্দ্রের। পাকিস্তান হামলা করলে কীভাবে আত্মরক্ষা? ব্ল্যাক আউট থেকে ক্যামোফ্লেজ, কীভাবে এলাকা খালি? সাধারণ মানুষকে তৈরি রাখতে রাজ্যকে নির্দেশ কেন্দ্রের। স্ট্রাটোস্ফিয়ারিক এয়ারশিপ উৎক্ষেপণের পর সমুদ্রে ফের ভারতের শক্তিপরীক্ষা। ডিআরডিও-র সঙ্গে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের সফল পরীক্ষা করল নৌবাহিনী। জঙ্গিদের খোঁজে কাশ্মীর জুড়ে ম্যারাথন অভিযান। পুঞ্চের সুরানকোটে জঙ্গি-ঘাঁটি ধ্বংস। মিলল আইইডি, কমিউনিকেশন ডিভাইস। বৈসরণ ভ্যালিতেও তল্লাশি। কোন পথে, কীভাবে পাকিস্তানকে জবাব? জঙ্গল পেরিয়ে কীভাবে ফরোয়ার্ড পোস্টে? কীভাবে সার্চ অপারেশন? নিয়ন্ত্রণরেখায় মক ড্রিল করল বিএসএফ। ওয়াটার স্ট্রাইকের আগে ভারতের ট্রেলার। জল বন্ধ করলে কী অবস্থা? চন্দ্রভাগার জল কয়েক ঘণ্টা বন্ধ রেখে আখনুর সেক্টরে পাকিস্তানকে বোঝাল দিল্লি।





















