Indian Army: ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা
ABP Ananda Live: পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। এর মধ্যে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের ২টি জায়গা, মুরিদকে এবং শিয়ালকোট। পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ, কোটলি এবং ভীমবের। এছাড়াও গুলপুর ও চক আমরুতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।
পাকিস্তানে স্ট্রাইক ভারতের, অভিযানে নজরদারি মোদির, কন্ট্রোল রুমে রইলেন ডোভাল
রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল বায়ুসেনা। ১৫দিনের মাথায় ২৬ জনকে খুনের বদলা নিল ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক, জঙ্গিদের ৯টি ঘাঁটি ধ্বংস। উড়িয়ে দেওয়া হল বাহাওয়ালপুরে মাসুদ আজহারের জইশের সদর দফতর। POK-র মুজাফফরবাদে হিজবুলের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোটের জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ, কোটলী, ভিম্বর, চক আমরুর জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত। গোটা অপারেশনের উপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কন্ট্রোল রুম থেকে অপারেশনে অজিত ডোভাল। সেনার ৩ বাহিনীর প্রধানের সঙ্গে কথা বললেন রাজনাথ সিংহ। শ্রীনগর বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী।


















