Kashmir News: কাশ্মীরে ওয়াটার স্ট্রাইকের ট্রেলার দেখাল ভারত ! Pahalgam Attack
ABP Ananda LIVE: কাশ্মীরে ওয়াটার স্ট্রাইকের ট্রেলার দেখাল ভারত! বাঁধ সারাই করবে বলে বাগলিহারে জল বন্ধ করে দেয় ভারত । সকাল থেকে চন্দ্রভাগার নদীখাত শুকনো হয়ে যায়। ভরা নদীখাতের গভীরতা কিছুক্ষণের মধ্যেই কমে হাঁটুজল হয়ে যায় । চন্দ্রভাগা নদীর উপর প্রবলভাবে নির্ভরশীল পাকিস্তানের শিয়ালকোট । জল না পেলে শিয়ালকোটের কী অবস্থা হবে, তা বোঝাল ভারতের ওয়াটার-ট্যাকটিক্স! । বাঁধ সারাইয়ের পর ধীরে ধীরে জল ছাড়া শুরু হয়েছে । চন্দ্রভাগা নদীর জলস্তর ধীরে ধীরে বাড়তে শুরু করেছে
Murshidabad News: মুর্শিদাবাদের সংঘর্ষে মৃতের পরিবারের লোকজনের উপর পুলিশি হয়রানির অভিযোগ
মুর্শিদাবাদের সংঘর্ষে মৃতের পরিবারের লোকজনের উপর পুলিশি হয়রানির অভিযোগ। সল্টলেকে যেখানে তারা আশ্রয় নিয়েছিল সেখানে সকাল থেকেই পুলিশ এসে চড়াও হয় বলে দাবি বিজেপির। গতকাল থেকে বিজে ব্লকের একটি বাড়িতে আশ্রয় নেই মৃত হরো গোবিন্দ দাসের পরিবারের লোকজন। অভিযোগ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ করে পরিবারের অন্য এক সদস্য। সেই অভিযোগের ভিত্তিতে এদিন তদন্তের আসে পুলিশ। দুই নাবালক সহ এখানে আশ্রয় নেওয়া মোট 7 জনের পরিচয় এবং বয়ান রেকর্ড করে তদন্তকারীরা।

















