Kashmir News : কাশ্মীরে মৃত্যু ২৬ নিরীহ পর্যটকের। কেন টার্গেট বৈসরন ?
ABP Ananda LIVE : একেবারে নিখুঁত পরিকল্পনা করে বৈসরনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। কেন একথা বলা হচ্ছে, পহেলগাঁও থেকে প্রধানত চারটি জায়গায় পর্যটকরা যান। সেই বৈসরন ভ্যালি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ির মধ্যে একমাত্র বৈসরনই হল সেই জায়গা যার আশেপাশে সেনা, আধাসেনার কোনও ক্যাম্প বা নজরদারি নেই। বৈসরন থেকে CRPF ক্যাম্পের দূরত্ব ৬ কিলোমিটার।পহেলগাঁও থানা থেকে দূরত্ব সাড়ে ছয় কিলোমিটার। আর সেখান থেকে বৈসরনে যাওয়ার রাস্তাও প্রচন্ড খারাই। ফলে ধীরে সুস্থে এসে হামলা করে খুব সহজেই গভীর জঙ্গলে মিশে যায় জঙ্গিরা। সূত্রের খবর, হামলা চালানোর আগে চারবার রেকি করে তারা।
Rampurhat News: রামপুরহাটে পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন
রামপুরহাটে পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন। টাকা লুঠের উদ্দেশ্যে নয়, ছেলেকে খুন করতেই এসেছিল দুষ্কৃতীরা, দাবি নিহতের বাবার। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে চেপে এসে গুলি করে ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরিকল্পিত ভাবেই ব্যবসায়ীকে খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশেরও।



















