Kashmir News: কাশ্মীরে ওয়াটার স্ট্রাইকের ট্রেলার দেখাল ভারত !
ABP Ananda LIVE: কাশ্মীরে ওয়াটার স্ট্রাইকের ট্রেলার দেখাল ভারত! বাঁধ সারাই করবে বলে বাগলিহারে জল বন্ধ করে দেয় ভারত । সকাল থেকে চন্দ্রভাগার নদীখাত শুকনো হয়ে যায়। ভরা নদীখাতের গভীরতা কিছুক্ষণের মধ্যেই কমে হাঁটুজল হয়ে যায় । চন্দ্রভাগা নদীর উপর প্রবলভাবে নির্ভরশীল পাকিস্তানের শিয়ালকোট । জল না পেলে শিয়ালকোটের কী অবস্থা হবে, তা বোঝাল ভারতের ওয়াটার-ট্যাকটিক্স! । বাঁধ সারাইয়ের পর ধীরে ধীরে জল ছাড়া শুরু হয়েছে । চন্দ্রভাগা নদীর জলস্তর ধীরে ধীরে বাড়তে শুরু করেছে
আরও খবর...
হাওড়ার বাগনানে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন এ বছর মাধ্যমিক পাস করে। গতকাল গভীর রাতে আমতা-জয়পুর রোডে তেঁতুলমুড়ি সেতুর কাছে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বাইকে চড়ে জয়পুরে মেলায় গেছিলেন বছর ৩০-এর বিকাশ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন ১৭ বছরের দুই কিশোর। ফেরার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন ৩ জন। কারও মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।

















