Wayanad Landslide: কেরলের ওয়েনাড়ে প্রবল বৃষ্টি, ভয়াবহ ভূমিধসে লাফিয়ে বাড়ছে মৃত্যু !
কেরলের ওয়েনাড়ে প্রবল বৃষ্টি। ভয়াবহ ভূমিধসের জেরে লাফিয়ে বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৯ জন। ধসের জেরে আহত ৫০-এর বেশি। ধসের নীচে বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা। ওয়েনাড়ের পার্বত্য এলাকা মেপ্পাডিতে ধস নামে। শোকজ্ঞাপন করেছেন রাহুল গান্ধী। ওয়েনাড়ে প্রাণহানির ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।
ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযানের জন্য বিমান বাহিনীও পাঠানো হয়েছে ভূমিধসে বিধ্বস্থ এলাকায়। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বায়ুসেনার দুটি হেলিকপ্টার Mi-17 এবং একটি ALH পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ- জাতীয় স্বাস্থ্য মিশন কন্ট্রোল রুম খুলেছে এবং জরুরি সহায়তার জন্য হেল্পলাইন নম্বর- 9656938689 এবং 8086010833 রাখা হয়েছে।
![New Delhi Railway Station:মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/ec94dda85633b20975c9a73e7415ce4c1739704950005894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)