Ananda Sokal: আড়িয়াদহের অ্যাকশন-রিপ্লে কাশীপুরে! গ্রেফতার বাহুবলী তৃণমূলকর্মী। ABP Ananda Live
ABP Ananda Live: আড়িয়াদহের অ্যাকশন-রিপ্লে কাশীপুরে! প্রোমোটার পিটিয়ে ওড়িশায় পালানোর আগেই খড়গপুর থেকে গ্রেফতার বাহুবলী তৃণমূলকর্মী। তোলাবাজি-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। এবার বেহালা পর্ণশ্রীতে সমবায় আবাসনের জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আবাসনের কমিউনিটি হলও দখল করে নিয়েছেন শাসক নেত্রী, এই অভিযোগ তুলে বিক্ষোভে দেখায় বাসিন্দাদের একাংশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ইসলামপুরে তৃণমূল নেতা খুনের নেপথ্যে কি রাজনৈতিক কারণ? নাকি ঠিকাদারি নিয়ে গোলমাল? ধাবার সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েও এখনও কিনারা করতে পারেনি পুলিশ। ষড়যন্ত্র করেই খুন, অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তুলেছে নিহত তৃণমূল নেতার পরিবার। ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে বিজেপির ধর্না কর্মসূচি। সেখানেই সজল ঘোষ থেকে কৌস্তভ বাগচীর মুখে শোনা গেল বদলার হুঁশিয়ারি। যদিও, উল্টো সুর শোনা গেছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গলায়। এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
![Job Seekers News: চাকরি চেয়ে ফের পথে, সল্টলেকে চপ ভেজে প্রতিবাদ TET উত্তীর্ণদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/5777c5676e32086dcd6a24e885c0212d1739298059194535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![WB Budget:'৩ শতাংশ DA বৃদ্ধি হতে পারে !', মমতার-সরকারের বাজেটের আগে শুভেন্দুর মুখে সম্ভাব্য তালিকা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/2c3af8e2f6eb7bd8c348382916fc80a91739296889811535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Government Holiday :রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, চলতি সপ্তাহে টানা ৪ দিন সরকারি ছুটি !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/4b242cae62e8b69cc547855b6c7e60b01739295656197535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Job Seekers Protest: কবে মিলবে চাকরি ? দ্রুত নিয়োগের দাবিতে পথে ২০২২-এর TET উত্তীর্ণরা ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/a9376e0dedda88f516ce213f343d2de21739290063146968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kalighater Kaku News: ম্যাজিস্ট্রেটের সামনে ৩০ থেকে ৪০ মিনিটের কণ্ঠস্বরের নমুনা দিলেন সুজয়কৃষ্ণ ভদ্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/64b19af161e67105d8d139b6be4b61431739289803651968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)