BREAKING NEWS : কলকাতায় ফের নীল বাতি লাগানো গাড়ি বাজেয়াপ্ত, গ্রেফতার অভিযুক্ত
কলকাতায় ফের নীল বাতি লাগানো গাড়ি (Blue Light Car) বাজেয়াপ্ত। গাড়ির সামনে লাগানো সিবিআই (CBI) স্টিকার। গ্রেফতার অভিযুক্ত। পুলিশের দাবি, নিজেকে রাজ্য সরকারের প্রতিনিধি ও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) স্ট্যান্ডিং কাউন্সিল বলে দাবি করতেন ওই ব্যক্তি। গতকাল সিঁথি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। কেন্দ্র ও রাজ্যের সরকারি আধিকারিক পরিচয় দিয়ে ওই ব্যক্তি প্রতারণা-চক্র চালাতেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে কৃষ্ণনগরেও সিআইডি অফিসার সেজে (Fake CID) প্রতারণার অভিযোগ। দেবাঞ্জনের ছকেই পুলিশ পরিচয়ে সমাজসেবার কাজে যুক্ত, নেতাদের সঙ্গে ছবি। চাকরির নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠতেই ফেরার। দেবাঞ্জনের মতোই নেতা-মন্ত্রীদের সঙ্গে ত্রাণ বণ্টনের অনুষ্ঠানে ভুয়ো সিআইডি অফিসার। ছবি ফেসবুকে পোস্ট। কে কার সঙ্গে ছবি তুলেছে, জানা নেই, দাবি কারামন্ত্রীর। অভিযুক্তের গাড়ির চালক আটক।
এছাড়াও ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে বৃহস্পতিবার ইডির (ED) ভার্চুয়াল বৈঠক হবে। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই দিল্লির সদর দফতরে প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে দিল্লির সঙ্গে কলকাতার অফিসের আধিকারিকদের ভার্চুয়াল বৈঠক হবে। সোমবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকেও নাম না করে কার্যত দেবাঞ্জন প্রসঙ্গ ওঠে। সূত্রের খবর, বৈঠকে বিধায়কদের সতর্ক করে বলা হয়েছে কোনও অনুষ্ঠানে গেলে কে আয়োজক, কারা আমন্ত্রিত তা যাচাই করে দেখতে হবে।