![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TMC News :'এতগুলো TMCP-র ছেলে সাসপেন্ড,TMCP সভাপতির মুখে কোনও কথা নেই', কল্যাণের নিশানায় তৃণাঙ্কুর
ABP Ananda live : 'এতগুলো টিএমসিপির ছেলে সাসপেন্ড, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মুখে কোনও কথা নেই, কার আশীর্বাদ এর মাথায় আছে? আর জি করকাণ্ডে এবার তৃণাঙকুরকে নিশানা কল্যাণের। মন্তব্যে নারাজ তৃণাঙ্কুর।
'গোটা কলকাতা জুড়ে বেআইনি নির্মাণ আছে। বেআইনি নির্মাণ আটকানোর ক্ষমতা পৌরপ্রতিনিধির নেই। আমায় যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা পালন করেছি। গুলশন কলোনির মানুষের কোনও অভিযোগ নেই।' আগে চেনেন না বলে দাবি করলেও ব্যবসায়ী জুলকারনাইন সম্পর্কে মুখ খুললেন সুশান্ত ঘোষ। জুলকারের অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে বিস্ফোরক ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।'২ হাজার বর্গফুটের যে জমির কথা বলা হচ্ছে, সেটা সরকারি জমি'।'ওই জমি জুলকারের নয়'।'গত ১৫ বছর ধরে ওখানে সরকারি জমি দখল করে বাড়ি হয়েছে'।'তার দায়ভার আমি নেব না'।'তবে গত আড়াই বছরে বেআইনি ভাবে জলাশয় ভরাট করতে দিইনি'।'হায়দরকে গুলশন কলোনি দেখভালের দায়িত্ব দিয়েছি'।'জুলকারদের ষড়যন্ত্রের বিরোধিতা করার জন্যই ওকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে'।'তবে হায়দর ব্যক্তিগত ভাবে কোনও অন্যায় করলে, তার দায় হায়দরকে নিতে হবে'।মন্তব্য ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।
![Murshidabad News: ৫৯ দিনের মধ্যে জঙ্গিপুরকাণ্ডে দোষী সাব্যস্ত ২অভিযুক্ত, আগামীকাল সাজা ঘোষণা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/13/b830387e2b498501ae9f12af320a76ba1734029220237968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)