Bus Service Resume: অফিস টাইমেও খাঁ খাঁ করছে মৌলালি, টালিগঞ্জে দেখা মিলেছে বেশ কয়েকটি সরকারি বাসের
আজ থেকে ফের রাস্তায় সরকারি এবং বেসরকারি বাস (Bus)। সরকারি নির্দেশ মেনে মোট ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি এবং বেসরকারি বাস। মৌলালি মোড়ে (Maulali Crossing) হাতে গোনা বাসের দেখা মিলছে। যে কয়েকটি বেসরকারি বাস চলছে, তা কিন্তু সরকারি নিয়ম মেনে চলছে না। কারণ রাস্তায় যাত্রীর সংখ্যার তুলনায় বাসের সংখ্যা অনেকটাই কম। এই আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। কারণ বাস সংগঠনের (Bus Organizations) তরফে জানানো হয়েছিল যে পুরনো ভাড়া তালিকা মেনে এবং ৫০ শতাংশ যাত্রী নিয়ে তাদের পক্ষে রাস্তায় বাস নামানো সম্ভব নয়। তবে রাস্তায় বিভিন্ন হাসপাতালের স্টাফ স্পেশাল বাস (Staff Special Buses) চলাচল করতে দেখা গিয়েছে। এদিকে টালিগঞ্জের (Tollygunge) ছবিটা একটু অন্যরকম। সরকারি বাসের দেখা মিলেছে কিন্তু বেসরকারি বাস অমিল। বাসের জন্য অপেক্ষারত যাত্রীরা। যদিও যাত্রীদের কথায়, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি কিন্তু বাস পাচ্ছি না। একইসঙ্গে ট্যাক্সি (Taxi), অটোর (Auto) সংখ্যা যত বেলা গড়াচ্ছে, তত বাড়ছে।