Mamata Banerjee: 'গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলা থেকে কোনও অংশে কম নয়', কেন এই মন্তব্য মমতার
ABP Ananda Live: 'গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলা থেকে কোনও অংশে কম নয়'। 'কুম্ভ মেলায় কেন্দ্র হাজার হাজার কোটি টাকা দেয়। গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র কোনও টাকা দেয় না। গঙ্গাসাগরের দিকে তাকিয়েও দেখে না কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিলেও সেতু তৈরি হয়নি। মুড়িগঙ্গার ওপর সেতু তৈরি করছে রাজ্য সরকার। টেন্ডার হয়ে গিয়েছে, দেড় হাজার কোটি টাকা লাগবে। '২ থেকে ৩ বছরের মধ্যে সেতু তৈরি হয়ে যাবে,' কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর।
চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV:
এদিকে, চিনের পর এবার ভারতে মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। আক্রান্ত বেঙ্গালুরুর ৩ ও ৮ মাসের দুই শিশু। বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। ভারতে এটিই প্রথম HMPV সংক্রমণ। সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আমদাবাদেও। সেখানে আক্রান্ত ২ মাসের এক শিশু। ২০২৫ সালের গোড়া থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটানিউমো ।ভাইরাস নিয়ে চিকিৎসকরা বলছেন, এর উপসর্গ সাধারণ মরশুমি রোগের মতোই। নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, গায়ে র্যাশ বেরনো এর উপসর্গ। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।