(Source: Poll of Polls)
COVID Care: রয়েছে অক্সিজেন পরিষেবা, চিকিৎসকের পরামর্শের ব্যবস্থা, দক্ষিণ কলকাতার আটলান্টা ক্লাবে দুর্গামণ্ডপেই সেফহোম
সারা দেশের সঙ্গে এ রাজ্যেও চলছে সর্বনাশা করোনার তাণ্ডব। বাংলায় ২০ হাজারের আশপাশে ঘোরাফেরা করছে দৈনিক সংক্রমণ। দেড়শোর উপর দৈনিক মৃত্যুর সংখ্যা। সরকারি, বেসরকারি সব হাসপাতালে করোনা ওয়ার্ড ভর্তি। এই পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি করোনা যুদ্ধে নেমেছে নাগরিক সমাজ। মারণ ভাইরাসে আক্রান্তরা যাতে চিকিৎসা পান, তার জন্য দুর্গামণ্ডপেই সেফহোম খুলে ফেলেছে দক্ষিণ কলকাতার আটলান্টা ক্লাব। প্রতি বছর ঘটা করে যেখানে মাতৃআরাধনা হয়, সেখানে এখন চলছে ৯ শয্যার সেফ হোম। অক্সিজেন পরিষেবা থেকে চিকিৎসকের পরামর্শ, ২৪ ঘণ্টা সব ধরনের সুযোগ সুবিধা নিখরচায় মিলছে। এমনকি হাই-ফ্লো অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে সেফহোমে।
৩০ বছর ধরে সঙ্কটের সময় অক্সিজেন সরবরাহ করে আসছে এই ক্লাব। ২০টি অক্সিজেন সিলিন্ডার এবং একটি অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে তাঁদের হাতে। তাই নিয়ে কলকাতার উত্তর থেকে দক্ষিণ, যেখানে প্রয়োজন, সেখানে পৌঁছে যাচ্ছেন তাঁরা। পাশাপাশি চলছে কমিউনিটি কিচেন।
৮৬ বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে গল্ফ ক্লাব রোড লাগোয়া আটলান্টা ক্লাবে। করোনাকালে একমাস ধরে ক্লাবের দেবাঙ্গন বদলে গিয়েছে আরোগ্য নিকেতনে।