Covid Restrictions: বিদেশ থেকে কলকাতায় আসা বিমানযাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক | Bangla News
ব্রিটেন থেকে কলকাতায় (Kolkata) আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা। অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test) বাধ্যতামূলক করা হয়েছে। বিমান পরিবহণ মন্ত্রককে এই সিদ্ধান্তের কথা আগেই জানানো হয়েছে। কাল থেকেই শুরু এই কাজ। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা হয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে। কোনও যাত্রীর টেস্ট রিপোর্ট (Test Report) পজিটিভ এলে চিকিৎসার ব্যবস্থা।
কোভিড মোকাবিলায় কড়া বিধি জারি রাজ্যে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা। অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার। কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ। সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা। সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ। চিড়িয়াখানা সহ সব পর্যটক কেন্দ্র বন্ধ থাকবে। শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে। অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে। অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি। মৃতদেহ নিয়ে যেতে পারে সর্বোচ্চ ২০ জন। সন্ধে ৭টার পর সব লোকাল ট্রেন বন্ধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রো। ৫-এর বেশি করোনা আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন। কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত।
![Tiger Fear: মৈপীঠে খাঁচাবন্দি বাঘ, কী বলছেন বনদফতরের কর্মীরা? ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/18502106582061c9857087f7d971770c1739260410791967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)