SSC Scam: 'আমাদের কাছে আসল OMR নেই,এটাই আসল সমস্যা', SSC মামলা প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের
ABP Ananda Live: কমিশন থেকে সিবিআই-ওএমআর শিট সংক্রান্ত তথ্য নিয়েই সন্দেহ সুপ্রিম কোর্টের। আসল OMR নেই, এটাই আসল সমস্যা, বললেন প্রধান বিচারপতি। ২৬ হাজারের ভবিষ্যৎ কী? কোন ফর্মুলায় যোগ্য-অযোগ্য আলাদা? কাঁকর থেকে আজও আলাদা করা গেল না চাল। সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়ের অপেক্ষা। ওএমআর মিসম্যাচ নিয়ে কোনও তথ্য নেই কমিশনের কাছে। ৫ হাজার ১০০জন অবৈধ নিয়োগ বলে দাবি।
দলের রাশ তাঁরই হাতে, ফের বুঝিয়ে দিলেন মমতা। সাংগঠনিক রদবদলের আগে অরূপ বিশ্বাসকে বিশেষ দায়িত্ব। বিধায়কদের নামের তালিকা দেওয়ার নির্দেশ। একের পর এক তৃণমূল নেতার দলবিরোধী মন্তব্য, ক্ষুব্ধ নেত্রী। উদয়নের নাম করে তীব্র ভর্ৎসনা। বারবার ক্ষমা করা যায় না বলে কড়া বার্তা। রেশন দুর্নীতি মামলায় জেলমুুক্ত বালু, পরিষদীয় বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ।প্রমাণ ছাড়াই রাজনৈতিক কারণে আড়াই বছর অহেতুক আটকে রাখার অভিযোগে।রাজ্যপাল আসার আগে হঠাৎ মুখোমুখি দেখা মমতা-শুভেন্দুর। যাবেন কিনা, জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। এটা অধ্যক্ষের কাজ, বললেন বিরোধী দলনেতা।



















