![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
COVID Vaccine: লা মার্টিনিয়র ফর বয়েজ ও বেলভিউ হাসপাতালের যৌথ উদ্যোগে করোনার টিকাকরণ
কলকাতার লা মার্টিনিয়র ফর বয়েজ এবং বেলভিউ হাসপাতালের যৌথ উদ্যোগে আজ সকাল থেকে স্কুল ক্যাম্পাসে শুরু হল করোনার টিকাকরণ। প্রথম দিনে সাড়ে চারশোজনকে দেওয়া হল কোভিশিল্ডের প্রথম ডোজ।
তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও; যাহারা তোমাদিগকে দ্বেষ করে, তাহাদের মঙ্গল করিও; যাহারা তোমাদিগকে শাপ দেয়, তাহাদিগকে আশীর্বাদ করিও; যাহারা তোমাদিগকে নিন্দা করে, তাহাদের জন্য প্রার্থনা করিও। শত্রু-মিত্র, ভাল-খারাপে ভেদাভেদ না করে, সবার সাহায্যে এগিয়ে আসার বার্তা দিয়ে গেছেন যিশু। আর সে কথাই যেন অক্ষরে অক্ষরে পালন করল কলকাতার লা মার্টিনিয়র ফর বয়েজ স্কুল কর্তৃপক্ষ। স্কুলের ক্যাম্পাস খুলে দেওয়া হল করোনার ভ্যাকসিনেশনের জন্য। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলভিউ হাসপাতালের উদ্যোগে এখানে শুরু হয় ১৮ থেকে ৪৪ বছর বয়সি ব্যক্তিদের ভ্যাকসিনেশন। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, করোনার ভ্যাকসিনেশনের জন্য বেলভিউ লাগোয়া লা মার্টিনিয়র ফর বয়েজ স্কুল কর্তৃপক্ষের কাছে তাদের ক্যাম্পাস ব্যবহারের অনুমতি চাওয়া হয়। সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার এখানে ৪৫০ জনকে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়।
![CV Ananda Bose: ছয়ের পর আরও চার স্থায়ী উপাচার্যে রাজ্যপালের সম্মতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/11/deb6838a2cb235fb1de3512cf8de886b1733894657650967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)