Fake IAS Debanjan Deb: পুরসভার বরাত পাইয়ে দেওয়ার নামে ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে প্রতারণা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccine) অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। এবার কলকাতা পুরসভার বরাত পাইয়ে দেওয়ার নামে ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে প্রতারণার অভিযোগ উঠল। পুলিশের দাবি, পুরসভার ১৪৪টি ওয়ার্ডে হ্যান্ড স্যানিটাইজারের বরাত পাইয়ে দেওয়ার নামে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেন দেবাঞ্জন। কলকাতা পুরসভার ভুয়ো অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ে বলে দাবি পুলিশের। গতকাল দেবাঞ্জনের সংস্থার ৩ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত সুশান্ত দাস ও রবীন শিকদার কলকাতা পুরসভার ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সই করতেন। আরেক ধৃত শান্তনু মান্না দেবাঞ্জনের সংস্থার কর্মী হিসেবে বিভিন্ন ক্যাম্প আয়োজনের দায়িত্বে ছিলেন। এদের জেরা করে চক্রের জাল কতদূর বিস্তৃত, খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও মাস্ক ও স্যানিটাইজার কেনার জন্য পুরসভার তথ্য জাল করে কোটি টাকার বরাত দিয়েছিলেন দেবাঞ্জন। তাছাড়াও, সরকারি চাকরি দেওয়ার নাম করেও প্রচুর টাকার জালিয়াতি করেছিলেন তিনি।