Fake Vaccination Camp In Kasba: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য়, 'শাসকদলের মদতেই প্রতারণার ছক', অভিযোগ বিরোধীদের
কসবায় ভুয়ো অফিস থেকে মাদুরদহের বাড়ি। তল্লাশিতে ফাঁস হচ্ছে প্রতারকের একের পর এক জালিয়াতির ছক। দেবাঞ্জন দেবের জালিয়াতির যত ধরা পড়ছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। কখনও তাঁকে দেখা গেছে কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে, কোথাও কলকাতা পুরসভার কাউন্সিলর তথা তৃণমূলের (TMC) রাজ্যসভার চিকিৎসক সাংসদের সঙ্গে দেবাঞ্জনের ছবি। প্রতারকের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার দাবি করে প্রথম থেকেই সরব বিরোধীরা। বিজেপির (BJP) রাজ্য সভাপতির অভিযোগ, শাসক দলের প্রত্যক্ষ মদতে বাড়বাড়ন্ত প্রতারকের।
জাল ভ্য়াকসিন দেওয়া, ভুয়ো ইমেল আইডি তৈরি করা, জাল ,সরকারি স্ট্যাম্প বানানো। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই দেবাঞ্জন দেবের একের পর এক কুকীর্তির পর্দা ফাঁস হচ্ছে। পরতে পরতে প্রতারণার সন্ধান পেতে রীতিমতো তাজ্জব লালবাজারের দুঁদে অফিসাররা। পুলিশ সূত্রে খবর, জেরায় ভুয়ো আইএএস অফিসার স্বীকার করেছেন লোক দেখাতে ও কর্মীদের ভুল বোঝানোর ফন্দি এঁটে ভুয়ো পরিচয় ব্যবহার করে কোভিশিল্ড চেয়ে পুণের সিরাম ইন্সটিটিউট কর্তৃপক্ষকে ইমেল করেছিলেন তিনি।
স্নাতক স্তরে পড়াকালীনই প্রতারণায় হাত পাকানো শুরু ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে অভিযুক্তে ধৃত দেবাঞ্জনের, প্রতারণার হাত থেকে বাদ যাননি গৃহশিক্ষকও। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দেবাঞ্জনের সংস্থার কর্মী-সহ ১০ জনকে তলব। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কেএমসি, পিডব্লুডি-র প্রচুর জাল স্ট্যাম্প উদ্ধার। প্রতারণার হাত থেকে বাদ যাননি পারিবারিক বন্ধুও, ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছিলেন দেবাঞ্জনের বোনের বন্ধু ও তাঁর বাবা-মা। শুধু প্রতারক নন। রীতিমতো বদমেজাজি ছিলেন দেবাঞ্জন দেব। দাবি তার সংস্থার কর্মী শুভাশিস দাসের।