Buddhadeb Bhattacharya Health: বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আচমকা শারীরিক অবস্থার অবনতি। তাঁকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে। তাঁর হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছে। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছে। সূত্রের খবর, গতকাল রাত থেকে অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে অক্সিজেন স্যাচুরেশন ৯০-এর নীচে নেমে যায়। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আর বাড়িতে না রেখে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। ডাকা হয় অ্যাম্বুল্যান্স। করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের গত কয়েকদিন ধরে বাড়িতেই চিকিত্সা করা হচ্ছিল। কিন্তু আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিত্সকরা আর তাঁকে বাড়িতে রেখে চিকিত্সার ঝুঁকি নিলেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা আক্রান্ত হন। তিনি এখন ভাল আছেন।



















