Narada Sting Prob: নারদ মামলায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা চার হেভিওয়েটের, ১৮ জুন মামলার ফের শুনানি
১৭ মে নারদ মামলায় ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ সিবিআই (CBI) প্রথম অন্তর্বতী জামিন পেয়েছিলেন চার হেভিওয়েট নেতা মন্ত্রী। সেই মামলায় শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টে সশরীরে হাজিরা দিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্র (Madan Mitra), শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। এদিন সকালে ব্যাঙ্কশাল কোর্টের পেছন দিকে অপেক্ষা করছিলেন হেভিওয়েটদের আইনজীবীরা। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথম কোর্ট চত্বরে ঢোকে মদন মিত্রের গাড়ি।
আইনজীবী সূত্রে খবর, ব্যাঙ্কশাল কোর্টের ম্যাজিস্ট্রেট মদন মিত্রকে জিজ্ঞেস করেন, তাঁর শরীর এখন কেমন আছে। উত্তরে মদন মিত্র জানান, তিনি ভালো আছেন।
নারদকাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রী ছাড়াও, নাম ছিল IPS অফিসার এসএমএইচ মির্জার। কিন্তু, তিনি সশরীরে আদালতে হাজিরা দেননি। পরিবর্তে আসেন, তাঁর আইনজীবী।