Park Street Hotel: পার্কস্ট্রিট হোটেলকাণ্ডে ৯ জনকে হেফাজতের নির্দেশ আদালতের
পার্কস্ট্রিট হোটেলকাণ্ডে হোটেল কর্তৃপক্ষকে তলব করল পুলিশ। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের। পুলিশ সূত্রে খবর, প্রায় একমাস ধরে পার্টি করছিলেন অভিযুক্তরা। অভিযোগ, করোনা বিধির তোয়াক্কা না করে পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলের তিন ও চারতলার করিডরে গভীর রাত পর্যন্ত চলছিল পার্টি। তারস্বরে বাজানো হচ্ছিল সাউন্ড বক্স। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় মার্সিডিজ-সহ দুটি গাড়ি ও অন্যান্য সামগ্রী। উদ্ধার হয়েছে মদ-গাঁজার মতো নেশার সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়। হোটেলের বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করছে ফরেনসিক টিম। আজ ধৃতদের আদালতে পেশ করা হয়। তাঁদের মহ্যে ২ জনকে ১৬ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ৭ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের জামিন মঞ্জুর করল ব্যাঙ্কশাল আদালত।