School Fee Case : কোনও পড়ুয়ার মার্কশিট আটকানো যাবে না, স্কুল ফি সংক্রান্ত মামলায় জানিয়ে দিল হাইকোর্ট। Bangla News
'রাজ্যের ১৪৫টি বেসরকারি স্কুল কোনও পড়ুয়ার প্রোমোশন আটকাতে পারবে না। স্কুল ফি সংক্রান্ত মামলায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কোনও পড়ুয়ার মার্কশিট আটকানো যাবে না। সব পড়ুয়াকে নতুন ক্লাসে যোগদান করতে দিতে হবে। সব পড়ুয়াকে তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দিতে হবে। কোভিডকালে কোন পড়ুয়া কত বেতন দিয়েছেন তার হিসাব দিতে হবে। আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকদের হিসেব দিতে হবে। নথি খতিয়ে দেখে কোন পড়ুয়ার কত বকেয়া তা নির্ধারণ করবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক। আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক যে বকেয়া বেতন নির্ধারণ করবেন তা দিতে হবে অভিভাবকদের। যাঁরা কোভিডকালে কোনও বেতন দেননি তাদের নামও নথিবদ্ধ হবে। নথিবদ্ধ করবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকরা। অস্বাভাবিক বেতন বৃদ্ধির বিষয়টিও খতিয়ে দেখবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিকরা। স্কুল হচ্ছে মন্দির, সেখানে যদি এরকম গন্ডগোল হয় তাহলে কিছু বলার নেই। আদালতের পক্ষে কি সবসময় নজর রাখা সম্ভব?', মন্তব্য হাইকোর্টের